- কৃষি পরিবেশ অঞ্চল
- মাটির প্রকৃতি
- উদ্ভিদের পুষ্টি উপাদান
-
ফসল পরিচয়
- মাঠ ফসল
- উদ্যান ফসল
- ভেষজ ফসল
- বনজ ফসল
- ফসলের গুরুত্ব ও চাষ পদ্ধতি
- নার্সারী
- নার্সারীর সাধারণ তথ্য
- নার্সারী উপকরণ ও যন্ত্রপাতি
- নার্সারী স্থাপন
- শিকড় ছাটাই ও চারা শ্রেণীকরণঃ
- নার্সারীর মাতৃগাছ
- চারা শনাক্তকরণঃ
- নার্সারীর ঘেরাবেড়া
- উদ্ভিদের বংশবিস্তার
- সাধারণ তথ্য
- অংগজ বংশবিস্তার বা কলম
- সাধারণ তথ্য
- চারা কলম উৎপাদন
- নার্সারীর বালাই ব্যবস্থাপনা
- নার্সারীর সাধারণ তথ্য
- নগর উদ্যান
- কৃষি উপকরণ
- খাদ্য ও পুষ্টি
- উদ্ভিদের খাদ্য উপাদান
- মাশরুম
- অন্যান্য কৃষি প্রযুক্তি
- প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি
- সাধারণ তথ্য
- প্রকারভেদ
- প্রক্রিয়াজাতকৃত খাদ্য
- প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান
- সাধারণ তথ্য
- কৃষি উন্নয়ন সহযোগী
- শিক্ষা
- গবেষণা
- সম্প্রসারণ
- বেসরকারী সংস্থা
- প্রকাশনা
- প্রক্রিয়াজাতকরণ
- বিপণন
- আমদানী রপ্তানী
- অর্থলগ্নীকারক
- কৃষি আইন, বিধি ও নীতিমালা

তারিখ
11-01-2026
আজ কৃষি ফসলের বাজার মূল্য
উদ্ভিদের পুষ্টি উপাদানের ধারণা
উদ্ভিদের পুষ্টিঃ
যে সব মৌলিক পদার্থ বা উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বংশবিস্তারসহ অন্যান্য জৈবিক কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজন হয় এবং এদের যেকোন একটির অনুপস্থিতিতে উদ্ভিদ তার জীবন চক্র সম্পুর্ন করতে পারে না, সেসব উপাদানকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলা হয়।উদ্ভিদের পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ বা প্রকারভেদঃ
১। মুখ্য পুষ্টি উপাদান
২। গৌণ পুষ্টি উপাদান
১। মুখ্য পুষ্টি উপাদান যে সকল পুষ্টি উপাদান তার বৃদ্ধি ও পুষ্টির জন্য বেশি পরিমাণে গ্রহণ করে, তাদেরকে মুখ্য পুষ্টি উপাদান বলে। যেমনঃ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, গন্ধক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম।
২। গৌণ পুষ্টি উপাদান যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য কম পরিমানে দরকার হয় তাদেরকে গৌণ পুষ্টি উপাদান বলা হয়। যেমনঃ লৌহ, ম্যাঙ্গানিজ, বোরন, তামা, দস্তা, মলিবডেনাম, ক্লোরিন, কোবাল্ট, নিকেল, সিলিকন, সোডিয়াম ও ভ্যানেডিয়াম।
পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন