Development of E-Agro database for helping farmers in Bangladesh.

তারিখ 11-01-2026

আজ কৃষি ফসলের বাজার মূল্য



    ১. আলু প্রতি কেজিতে ৫০পয়সা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ১১ টাকা প্রতি কেজি


    ২.মরিচ প্রতি কেজিতে ৫ টাকা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ৮৫ টাকা প্রতি কেজি


    ৮.গম প্রতি কেজিতে ৪ টাকা
    দাম হ্রাস পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ২৫ টাকা প্রতি কেজি

উদ্ভিদের পুষ্টি উপাদানের ধারণা

উদ্ভিদের পুষ্টিঃ

যে সব মৌলিক পদার্থ বা উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বংশবিস্তারসহ অন্যান্য জৈবিক কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজন হয় এবং এদের যেকোন একটির অনুপস্থিতিতে উদ্ভিদ তার জীবন চক্র সম্পুর্ন করতে পারে না, সেসব উপাদানকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলা হয়।
উদ্ভিদের পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ বা প্রকারভেদঃ
১। মুখ্য পুষ্টি উপাদান
২। গৌণ পুষ্টি উপাদান
১। মুখ্য পুষ্টি উপাদান যে সকল পুষ্টি উপাদান তার বৃদ্ধি ও পুষ্টির জন্য বেশি পরিমাণে গ্রহণ করে, তাদেরকে মুখ্য পুষ্টি উপাদান বলে। যেমনঃ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, গন্ধক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম।
২। গৌণ পুষ্টি উপাদান যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য কম পরিমানে দরকার হয় তাদেরকে গৌণ পুষ্টি উপাদান বলা হয়। যেমনঃ লৌহ, ম্যাঙ্গানিজ, বোরন, তামা, দস্তা, মলিবডেনাম, ক্লোরিন, কোবাল্ট, নিকেল, সিলিকন, সোডিয়াম ও ভ্যানেডিয়াম।

হ্যা না




পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন