Development of E-Agro database for helping farmers in Bangladesh.

তারিখ 11-01-2026

আজ কৃষি ফসলের বাজার মূল্য



    ১. আলু প্রতি কেজিতে ৫০পয়সা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ১১ টাকা প্রতি কেজি


    ২.মরিচ প্রতি কেজিতে ৫ টাকা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ৮৫ টাকা প্রতি কেজি


    ৮.গম প্রতি কেজিতে ৪ টাকা
    দাম হ্রাস পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ২৫ টাকা প্রতি কেজি

কৃষি পরিবেশ অঞ্চল

অঞ্চলের সংজ্ঞাঃ

                                 আমরা গাণিতিক ভাবে বলতে পারি, একটা সমতল আকৃতির কালি বা ক্ষেত্রফল ( প্লেন ফিগারের এরিয়া) বর্গ এককের সংখা নির্দেশ করে যা ঐ আকৃতিকে কভার করে। এই কালি বা ক্ষেত্রফল হল ভেতরের গঠন (সেপ বা স্পেস) এবং এটা নির্ণয় করা হয় বর্গ এককে। আয়াতক্ষেত্র ও বর্গক্ষেত্রের মধ্যে, দঘ্যের সাথে প্রস্থের একটা সাধারণ হিসাব থেকে বর্গ একক পরিমাপ করতে পারি। এই বর্গ একক হতে পারে ইঞ্চিতে,সেন্টিমিটারে,গজে ইত্যাদি।আমরা অনেক ধরনের নিয়মনীতি ব্যবহার করে বিভিন্ন ধরনের সেপ বা বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি।

উদাহরণঃ

                                 ক্ষেত্রফল= বর্গ এককের সমষ্টি।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কৃষি আবহাওয়ায় বিভিন্নতা রয়েছে।কৃষি আবহাওয়ার এই বিভিন্নতার কারণেই এক এক অঞ্চলে এক এক রকম ফসল জন্মে। জলবায়ু ও আবহাওয়ার ভিত্তিতে বাংলাদেশকে ৩টি কৃষি পরিবেশ উঞ্চলে ভাগ করা হয়।


হ্যা না




পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন