title> difition of mati
ফুল জাতীয় গাছের পরিচিতিঃ
                                                     কথায় বলে ‘ ফুল যে ভালবাসেনা, সে নাকি মানুষ খুন করতে পারে’’। ফুল আমাদের বিষণ্ন মনে আনন্দ জোগায় এবং পরিবেশকে করে তোলে মনোমুগ্ধকর। আমাদের দেশে মৌসুম ভিত্তিক বেশ কিছু ফুল উৎপন্ন হয়। যেমনঃ বেলি, যুঁই, শেফালী/ শিউলি, গোলাপ, চামেলী, গ্লাডিওলাস, রজনীগন্ধা, সুর্যমুখী, শাপলা, কৃষ্ণচূড়া , চাঁপা, জবা, বাগান বিলাস, গাঁদা ইত্যাদি।