Development of E-Agro database for helping farmers in Bangladesh.

তারিখ 11-01-2026

আজ কৃষি ফসলের বাজার মূল্য



    ১. আলু প্রতি কেজিতে ৫০পয়সা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ১১ টাকা প্রতি কেজি


    ২.মরিচ প্রতি কেজিতে ৫ টাকা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ৮৫ টাকা প্রতি কেজি


    ৮.গম প্রতি কেজিতে ৪ টাকা
    দাম হ্রাস পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ২৫ টাকা প্রতি কেজি

উদ্ভিদের পুষ্টি উপাদান এর কাজঃ

কার্বনের কাজঃ
১।উদ্ভিদের টিস্যু গঠনে সহায়তা করে।
২।প্রোটিন ও ফ্যাট সংশ্লেষণ করে।
৩।উদ্ভিদের বৃদ্ধি ও উন্নয়নে শক্তি প্রদান করে।
৪।শর্করা তৈরীতে সহায়তা করে।
৫।প্রত্যেক জীবের দৈহিক গঠনে সহায়তা করে।
হাইড্রোজেনের কাজঃ
১। শর্করা তৈরিতে গুরুত্তপুর্ণ ভুমিকা পালন করে।
২।উদ্ভিদের প্রোটিন ও চর্বি সংশ্লেষণ করে।
৩।উদ্ভিদের শুষ্ক দ্রব্যের অন্যতম উপকরণ।
৪।পানি গঠনের প্রধান উপাদান।
৫।পানিসহ কোন উদ্ভিদের ওজনের ৫২% হাইড্রোজেন।
অক্সিজেনের কাজঃ
১।উদ্ভিদের কোষকলা গঠনে সহায়তা করে।
২।শর্করা তৈরিতে সহায়তে করে।
৩।প্রোটিন সংশ্লেষনে সহায়তা করে।
৪।বীজের অঙ্কুরোদগমে গুরুতপুর্ন ভুমিকা পালন করে।
নাইট্রোজেনের কাজঃ
১। দানা জাতীয় ফসলের বেলায় গাছে অধিক সংখ্যক কুঁশি হয়।
২। নাইট্রোজেন উদ্ভিদের পাতাকে গাঢ় সবুজ বর্ণে পরিণত করে।
৩। গাছের দেহকে বরম এবং শাঁসালো করে।
৪। বিভিন্ন প্রকার ভিটামিন ও হরমোন গঠনে সাহায্য করে।
৫। মুলরোমের ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বাড়ায়।
ফসফরাসের কাজঃ
১।ফসফরাস উদচিদ্দেহের জৈবনিক কার্যাবলিকে নয়ন্ত্রণে বিশেষভাবে সাহায্য করে।
২।মূল জাতীয় ফসল উতপাদনে এই সার খুব গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করে।
৩।ফসফরাস অল্প সময়ের ব্যবধানে ফসলের পরিপকতা আনে।
৪।গাছের কান্ডকে শক্ত করে এবং নেতিকে পড়া থেকে রক্ষা করে।

হ্যা না




পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন