- কৃষি পরিবেশ অঞ্চল
- মাটির প্রকৃতি
- উদ্ভিদের পুষ্টি উপাদান
-
ফসল পরিচয়
- মাঠ ফসল
- উদ্যান ফসল
- ভেষজ ফসল
- বনজ ফসল
- ফসলের গুরুত্ব ও চাষ পদ্ধতি
- নার্সারী
- নার্সারীর সাধারণ তথ্য
- নার্সারী উপকরণ ও যন্ত্রপাতি
- নার্সারী স্থাপন
- শিকড় ছাটাই ও চারা শ্রেণীকরণঃ
- নার্সারীর মাতৃগাছ
- চারা শনাক্তকরণঃ
- নার্সারীর ঘেরাবেড়া
- উদ্ভিদের বংশবিস্তার
- সাধারণ তথ্য
- অংগজ বংশবিস্তার বা কলম
- সাধারণ তথ্য
- চারা কলম উৎপাদন
- নার্সারীর বালাই ব্যবস্থাপনা
- নার্সারীর সাধারণ তথ্য
- নগর উদ্যান
- কৃষি উপকরণ
- খাদ্য ও পুষ্টি
- উদ্ভিদের খাদ্য উপাদান
- মাশরুম
- অন্যান্য কৃষি প্রযুক্তি
- প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি
- সাধারণ তথ্য
- প্রকারভেদ
- প্রক্রিয়াজাতকৃত খাদ্য
- প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান
- সাধারণ তথ্য
- কৃষি উন্নয়ন সহযোগী
- শিক্ষা
- গবেষণা
- সম্প্রসারণ
- বেসরকারী সংস্থা
- প্রকাশনা
- প্রক্রিয়াজাতকরণ
- বিপণন
- আমদানী রপ্তানী
- অর্থলগ্নীকারক
- কৃষি আইন, বিধি ও নীতিমালা

তারিখ
11-01-2026
আজ কৃষি ফসলের বাজার মূল্য
উদ্ভিদের পুষ্টি উপাদান এর কাজঃ
কার্বনের কাজঃ১।উদ্ভিদের টিস্যু গঠনে সহায়তা করে।
২।প্রোটিন ও ফ্যাট সংশ্লেষণ করে।
৩।উদ্ভিদের বৃদ্ধি ও উন্নয়নে শক্তি প্রদান করে।
৪।শর্করা তৈরীতে সহায়তা করে।
৫।প্রত্যেক জীবের দৈহিক গঠনে সহায়তা করে।
হাইড্রোজেনের কাজঃ
১। শর্করা তৈরিতে গুরুত্তপুর্ণ ভুমিকা পালন করে।
২।উদ্ভিদের প্রোটিন ও চর্বি সংশ্লেষণ করে।
৩।উদ্ভিদের শুষ্ক দ্রব্যের অন্যতম উপকরণ।
৪।পানি গঠনের প্রধান উপাদান।
৫।পানিসহ কোন উদ্ভিদের ওজনের ৫২% হাইড্রোজেন।
অক্সিজেনের কাজঃ
১।উদ্ভিদের কোষকলা গঠনে সহায়তা করে।
২।শর্করা তৈরিতে সহায়তে করে।
৩।প্রোটিন সংশ্লেষনে সহায়তা করে।
৪।বীজের অঙ্কুরোদগমে গুরুতপুর্ন ভুমিকা পালন করে।
নাইট্রোজেনের কাজঃ
১। দানা জাতীয় ফসলের বেলায় গাছে অধিক সংখ্যক কুঁশি হয়।
২। নাইট্রোজেন উদ্ভিদের পাতাকে গাঢ় সবুজ বর্ণে পরিণত করে।
৩। গাছের দেহকে বরম এবং শাঁসালো করে।
৪। বিভিন্ন প্রকার ভিটামিন ও হরমোন গঠনে সাহায্য করে।
৫। মুলরোমের ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বাড়ায়।
ফসফরাসের কাজঃ
১।ফসফরাস উদচিদ্দেহের জৈবনিক কার্যাবলিকে নয়ন্ত্রণে বিশেষভাবে সাহায্য করে।
২।মূল জাতীয় ফসল উতপাদনে এই সার খুব গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করে।
৩।ফসফরাস অল্প সময়ের ব্যবধানে ফসলের পরিপকতা আনে।
৪।গাছের কান্ডকে শক্ত করে এবং নেতিকে পড়া থেকে রক্ষা করে।
পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন