- কৃষি পরিবেশ অঞ্চল
- মাটির প্রকৃতি
- উদ্ভিদের পুষ্টি উপাদান
-
ফসল পরিচয়
- মাঠ ফসল
- উদ্যান ফসল
- ভেষজ ফসল
- বনজ ফসল
- ফসলের গুরুত্ব ও চাষ পদ্ধতি
- নার্সারী
- নার্সারীর সাধারণ তথ্য
- নার্সারী উপকরণ ও যন্ত্রপাতি
- নার্সারী স্থাপন
- শিকড় ছাটাই ও চারা শ্রেণীকরণঃ
- নার্সারীর মাতৃগাছ
- চারা শনাক্তকরণঃ
- নার্সারীর ঘেরাবেড়া
- উদ্ভিদের বংশবিস্তার
- সাধারণ তথ্য
- অংগজ বংশবিস্তার বা কলম
- সাধারণ তথ্য
- চারা কলম উৎপাদন
- নার্সারীর বালাই ব্যবস্থাপনা
- নার্সারীর সাধারণ তথ্য
- নগর উদ্যান
- কৃষি উপকরণ
- খাদ্য ও পুষ্টি
- উদ্ভিদের খাদ্য উপাদান
- মাশরুম
- অন্যান্য কৃষি প্রযুক্তি
- প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি
- সাধারণ তথ্য
- প্রকারভেদ
- প্রক্রিয়াজাতকৃত খাদ্য
- প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান
- সাধারণ তথ্য
- কৃষি উন্নয়ন সহযোগী
- শিক্ষা
- গবেষণা
- সম্প্রসারণ
- বেসরকারী সংস্থা
- প্রকাশনা
- প্রক্রিয়াজাতকরণ
- বিপণন
- আমদানী রপ্তানী
- অর্থলগ্নীকারক
- কৃষি আইন, বিধি ও নীতিমালা

তারিখ
11-01-2026
আজ কৃষি ফসলের বাজার মূল্য
মাটির সংজ্ঞা বা ধারনাঃ
মাটি বলতে সাধারণত পৃথিবীর নরম উপরিভাগকে বোঝায়। মৃত্তিকা বিজ্ঞানীদের মতে ভূপৃষ্টের যে নরম স্তরে গাছপালা জন্মে ও গাছ পুষ্টি সাধন করে বড় হয় তাকে মাটি বলে। মাটি বিভিন্ন প্রকার জৈব পদাথ, অজৈব পদাথ, পানি ও বায়ু দ্বারা গঠিত। মাটিকে আমরা এখন যে অবস্থায় দেখছি আদিতে এরূপ ছিল না। মাটির বর্তমান অবস্থা লাভ করতে বহু বছর সময় লেগেছে। সূর্য থেকে বিচ্ছিন্ন একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড রূপে পৃথিবীর সৃষ্টি। এই গ্যাসপিণ্ড সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে ঠাণ্ডা হয় এবং উপরিভাগে অনেক বড় বড় শিলার উৎপত্তি হয়। এই শিলাগুলো হচ্ছে অগ্নেয় শিলা ,পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। অনেক সময়ের প্রিক্রমায় তাপ, ঠাণ্ডা,তুষারপাত,বায়ুপ্রবাহ,রাসায়নিক প্রক্রিয়া প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলাগুলো ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে মাটিতে পরিণত হয়। আরও পরে গাছপালা ও জীবজন্তু দেহবিশেষ পচে মাটিতে মিশে কৃষিকার্যের উপযোগী হয়। অতএব, মাটি হচ্ছে ক্ষুদ্রাকৃতি শিলাকণা, জৈবকনা,পানি ও বায়ুর সং মিশ্রণে গঠিত একটি মিশ্র পদার্থ
পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন