Development of E-Agro database for helping farmers in Bangladesh.

তারিখ 11-01-2026

আজ কৃষি ফসলের বাজার মূল্য



    ১. আলু প্রতি কেজিতে ৫০পয়সা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ১১ টাকা প্রতি কেজি


    ২.মরিচ প্রতি কেজিতে ৫ টাকা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ৮৫ টাকা প্রতি কেজি


    ৮.গম প্রতি কেজিতে ৪ টাকা
    দাম হ্রাস পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ২৫ টাকা প্রতি কেজি

মাটির উর্বরতা রক্ষা ও তার উপায়ঃ

বিভিন্ন কারনে মাটির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। শস্য উৎপাদন বাড়াতে মাটির উর্বরতা সংরক্ষণ একান্ত দরকার। মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির জন্য নিম্নবর্ণিত পন্থাসমুহ অনুসরণ করা আবশ্যক।
১। মাটিতে জৈব পদার্থ প্রয়োগ
২।পরিমিত মাত্রায় রাসায়নিক সারের ব্যবহার
৩।ভুমি ক্ষয় রোধ করা
৪। মাটির অম্লমান নিয়ন্ত্রণ করা
৫।শিম জাতীয় শস্যের চাষ
৬। শস্য পর্যায় অবলম্বন
৭। আগাছা দমন
৮।পানি সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা
৯।জমির সঠিক ব্যবহার
১০। মাটির লবণাক্ততা দুরীকরণ
১১। মজাপুকুর,ডোবা ইত্যাদির তলার মাটি প্রয়োগ
১২।আবাদি জমিকে বিশ্রাম দেয়া
১৩।মাটিতে জাবড়া প্রয়োগ
১৪। কৃষি বনায়ন সৃষ্টি

হ্যা না




পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন