Development of E-Agro database for helping farmers in Bangladesh.

তারিখ 11-01-2026

আজ কৃষি ফসলের বাজার মূল্য



    ১. আলু প্রতি কেজিতে ৫০পয়সা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ১১ টাকা প্রতি কেজি


    ২.মরিচ প্রতি কেজিতে ৫ টাকা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ৮৫ টাকা প্রতি কেজি


    ৮.গম প্রতি কেজিতে ৪ টাকা
    দাম হ্রাস পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ২৫ টাকা প্রতি কেজি

মাটির বুনটঃ

সংজ্ঞাঃ

“মাটির একক কণার পারস্পারিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থুলতা বা সুক্ষতাকে মাটির বুনত বা গ্রথন বোলে।”
মৃত্তিকা বুনটের গুরুত্বঃ
১।মৃত্তিকার বুনট মৃত্তিকার শ্রেণীবিভাগ করতে সহায়তা করে। বিশেষ করে Soil series শনাক্তকরণে বুনটের যথেষ্ট ।
২। এতি মাটির যথোপযুক্ত ব্যবহার ও ব্যবস্থাপনা করতে হহায়তা করে।
৩।বুনট কখনো কখন্‌ও মৃত্তিকার পি এইচ ও উদ্ভিদ পুষ্টি উপাদানের সহজলভ্যতার হার নিরুপণে সাহায্য করে।
৪। মৃত্তিকার বুনট মৃত্তিকার ভৌত রাসায়নিক ও জৈবিকগুনাবলি নির্ণয়ে সাহায্য করে।
৫।বুনটের মাধ্যমে মৃত্তিকার পানি ধারণ ক্ষমতা জানা যায়।
৬। এটি ভূমি কর্ষন পদ্ধতির সুবিধা-অসুবিধা নির্দেশ করে।।
৭। মৃত্তিকার উর্বরতা, উতপাদন ক্ষমতা ও বাতাস চলাচল অবস্থা এর দ্বারা নিয়ন্ত্রিত হয়।
৮। বুনটের মাধ্যমে মৃত্তিকা গঠন প্রক্রিয়া সম্পর্কে কিছুটা ধারনা পাওয়া যায়।
৯। মৃত্তিকা নবীন কি পুরাতন তা বুনটের মাধ্যমে কিয়দংশে নিরুপন করা যায়।
১০।শিলাক্ষয়ের পর্যায় জানতে সাহায্য করে।
১১।মৃত্তিকা বুনট কোন মাটিতে শস্য নির্বাচনে সাহায্য করে। উপর্যুক্ত আলোচনা থেকে সহজেই অনুমান করা যায় যে, মৃত্তিকার ভৌত রাসায়নিক গুণাবলি নিয়ন্ত্রণে মৃত্তিকার বুনট বিশেষ প্রভাব রাখে।

হ্যা না




পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন