নার্সারীর সাধারণ তথ্যঃ
নার্সারীঃ
যে স্থানে বিভিন্ন চারা উৎপাদন করে রোপণের পুর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষনাবেক্ষণ করা হয় তাকে নার্সারি বলে।
নার্সারীর বীজতলা বলতে বোঝায়, উত্তমভাবে তৈরিকৃত ছোট আকারের এক খন্ড জমিকে বোঝায় যেখানে বীজ বপন বা রোপন করলে উপযুক্ত পরিবেশ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে রোপন উপযোগী চারা উৎপন্ন হয়। নার্সারিতে চারা তৈরির একটি অন্যতম পূর্বশর্ত হল ভালভাবে বেড তৈরি করা। তা না হলে চারার সঠিক বৃদ্ধি ব্যাহত হয়, ফলে সুস্থ সবল চারা আশা করা যায় না । ব্যবহারিক পাঠের এ অংশে আদর্শ উদ্যান নার্সারির বেড তৈরি করার পদ্ধতি আলোচনা করা হলঃ