শিকড় ছাটাই ও চারা শ্রেণীকরণঃ
চারার শিকড় পলিব্যাগ ভেদ করে বেরিয়েগেলে সময়মত তা কাঁচি দিয়ে ছেঁটে দিতে হবে। শিকড় ছাটাই করার পর চারার উচ্চতা অনুসারে শ্রেণীবিন্যাস করে চারা পুনরায় সাজাতে হবে। শিকড় ছাঁটাই না করলে তা বড় হয়ে মাটিতে প্রবেশ করে। ফলে চারা তুলতে অসুবিধা হয়।