Development of E-Agro database for helping farmers in Bangladesh.

তারিখ 11-01-2026

আজ কৃষি ফসলের বাজার মূল্য



    ১. আলু প্রতি কেজিতে ৫০পয়সা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ১১ টাকা প্রতি কেজি


    ২.মরিচ প্রতি কেজিতে ৫ টাকা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ৮৫ টাকা প্রতি কেজি


    ৮.গম প্রতি কেজিতে ৪ টাকা
    দাম হ্রাস পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ২৫ টাকা প্রতি কেজি

অঞ্চলের তালিকাঃ

জলবায়ু ও আবহাওয়ার ভিত্তিতে বাংলাদেশকে ৩টি কৃষি পরিবেশ উঞ্চলে ভাগ করা হয়।
১. উত্তর-পশ্চিমাঞ্চল
২. উত্তর-পূর্বাঞ্চল
৩. দখিনাঞ্চল
এই তিন অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হল।

উত্তর-পশ্চিমাঞ্চলঃ

বাংলাদেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলো এই অঞ্চলের অন্তভুক্ত। সমগ্র রাজশাহী বিভাগ , ঢাকা, ও খুলনা বিভাগের উত্তরাংশ উত্তাদ্রতা তুলনামূলকভাবে কম। ধান,গম, আলু , আঁখ, বিভিন্ন প্রকার শাক সবজি, আম, কাঁঠাল,কুল,লিচু, তামাক,মরিচ,ডাল ইত্যাদি এই উঞ্চলের উল্লেখযোগ্য ফসল।

উত্তর-পূর্বাঞ্চলঃ

সিলেট,ঢাকার পূর্বাঞ্চল ও চট্রগ্রাম বিভাগের উত্তর-পূর্বাঞল নিয়ে এ অঞ্চল গঠিত। এই অঞ্চলে শীতকালে তাপমাত্রা কম থাকে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে। এখানকার প্রধান প্রধান ফসল ধান,পাট,চা,আনারস,তেল, ফসল এবং নানা প্রকার শাকসবজি।

দক্ষিণাঞ্চলঃ

বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলো নিয়ে এই অঞ্চল গঠিত। সমগ্র বরিশাল বিভাগ, চট্রগ্রাম ও খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, ঢাকা বিভাগের দক্ষিণের কিছু অংশ নিয়ে এই অঞ্চল গঠিত।এই অঞ্চলে শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রার তারতম্য তুলনামূলকভাবে কম।সমুদ্রের কাছাকাছি বলে এখানে বাতাসের আদ্ররতা বেশি। বৃষ্টিপাতের পরিমাণও বেসি।এই অঞ্চলের প্রধান প্রধান ফসল ধান,ডাল,নারিকেল,পান,সুপারি, কলা, পেঁয়াজ ,মরিচ ও আলু।


হ্যা না




পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন