Development of E-Agro database for helping farmers in Bangladesh.

তারিখ 11-01-2026

আজ কৃষি ফসলের বাজার মূল্য



    ১. আলু প্রতি কেজিতে ৫০পয়সা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ১১ টাকা প্রতি কেজি


    ২.মরিচ প্রতি কেজিতে ৫ টাকা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ৮৫ টাকা প্রতি কেজি


    ৮.গম প্রতি কেজিতে ৪ টাকা
    দাম হ্রাস পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ২৫ টাকা প্রতি কেজি

মাটির রুপান্তরঃ

কর্দম বা এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রুপান্তরকরণঃ

নিম্নলিখিত একাধিক পদ্ধতিতে এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করা যায়ঃ
১।মাটিতে প্রচুর পরিমাণে জৈব পরার্থ, বালু, ছাঁয় প্রভৃতি মিশিয়ে এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রুপান্তরকরণ করা যায়।
২।সবুজ সার, গোবর সার, কম্পোস্ট সার, চুন প্রভৃতি মিশানো যেতে পারে।
৩।মাটিতে গভীর কর্ষণের দ্বারা নিচের মাটি উপরে ওঠানোর দ্বারাও কিছুটা উন্নতি করা যেতে পারে।
৪। পানি নিষ্কাশনের জন্য নালা কেটে পানি সরিয়ে দিলে ধীরে ধীরে এঁটেল মাটি দোআঁশ বুনটের দিকে পরিবর্তন হতে থাকে।
৫।উপযুক্ত পরিমাণ পানি সেচের মাধ্যমেও এঁটেল দোআঁশ মাটিতে রুপান্তর করা যায়।

বেলে মাটিকে দোআঁশ মাটিতে রুপান্তরকরণঃ
১। বেলেমাটিতে প্রচুর পরিমাণে জৈব সার যেমনঃ গোবরসার, সবুজ সার, কম্পোস্ট সার, অন্যান্য জৈব সার মিশায়ে বেলে মাটিকে দোআঁশ মাটি তে পরিবর্তণ করা যায়।
২।বেলে মাটির সাথে পর্যাপ্ত পরিমাণ এঁটেল মাটি মিশিয়েও বেলে মাটিকে দোআঁশ মাটি তে পরিবর্তণ করা যায়।
৩।জমির উপরিভাগে রোলার যন্ত্র বার বার চালানোর দ্বারা বেলে মাটি চেপে গিয়ে নিম্নস্তরের পানি উপরে ওঠে আসে ফলে ধীরে ধীরে এই প্রক্রিয়ার প্রভাবে বেলে মাটিকে দোআঁশ মাটি তে পরিবর্তণ করা যায়।
৪। জমিতে পর্যাপ্ত পুরিমাণে সেচের ব্যবস্থা করে, আইল বেঁধে পানি জমা রেখে বেলে মাটির গুনাগুন উন্নত করা যায়।
৫। বৃষ্টিরপাতের সময় পানিতে বাহিত হয়ে যে পলিমাটি গড়িয়ে আসে ঐ পলিমাটি সমৃদ্ধ পানি ক্ষেতে আটকাতে পারলে বেলে মাটি ধীরে ধীরে দোআঁশ ভাবাপন্ন হয়।

হ্যা না




পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন