- কৃষি পরিবেশ অঞ্চল
- মাটির প্রকৃতি
- উদ্ভিদের পুষ্টি উপাদান
-
ফসল পরিচয়
- মাঠ ফসল
- উদ্যান ফসল
- ভেষজ ফসল
- বনজ ফসল
- ফসলের গুরুত্ব ও চাষ পদ্ধতি
- নার্সারী
- নার্সারীর সাধারণ তথ্য
- নার্সারী উপকরণ ও যন্ত্রপাতি
- নার্সারী স্থাপন
- শিকড় ছাটাই ও চারা শ্রেণীকরণঃ
- নার্সারীর মাতৃগাছ
- চারা শনাক্তকরণঃ
- নার্সারীর ঘেরাবেড়া
- উদ্ভিদের বংশবিস্তার
- সাধারণ তথ্য
- অংগজ বংশবিস্তার বা কলম
- সাধারণ তথ্য
- চারা কলম উৎপাদন
- নার্সারীর বালাই ব্যবস্থাপনা
- নার্সারীর সাধারণ তথ্য
- নগর উদ্যান
- কৃষি উপকরণ
- খাদ্য ও পুষ্টি
- উদ্ভিদের খাদ্য উপাদান
- মাশরুম
- অন্যান্য কৃষি প্রযুক্তি
- প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি
- সাধারণ তথ্য
- প্রকারভেদ
- প্রক্রিয়াজাতকৃত খাদ্য
- প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান
- সাধারণ তথ্য
- কৃষি উন্নয়ন সহযোগী
- শিক্ষা
- গবেষণা
- সম্প্রসারণ
- বেসরকারী সংস্থা
- প্রকাশনা
- প্রক্রিয়াজাতকরণ
- বিপণন
- আমদানী রপ্তানী
- অর্থলগ্নীকারক
- কৃষি আইন, বিধি ও নীতিমালা

তারিখ
11-01-2026
আজ কৃষি ফসলের বাজার মূল্য
মাটির রুপান্তরঃ
কর্দম বা এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রুপান্তরকরণঃ
নিম্নলিখিত একাধিক পদ্ধতিতে এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করা যায়ঃ১।মাটিতে প্রচুর পরিমাণে জৈব পরার্থ, বালু, ছাঁয় প্রভৃতি মিশিয়ে এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রুপান্তরকরণ করা যায়।
২।সবুজ সার, গোবর সার, কম্পোস্ট সার, চুন প্রভৃতি মিশানো যেতে পারে।
৩।মাটিতে গভীর কর্ষণের দ্বারা নিচের মাটি উপরে ওঠানোর দ্বারাও কিছুটা উন্নতি করা যেতে পারে।
৪। পানি নিষ্কাশনের জন্য নালা কেটে পানি সরিয়ে দিলে ধীরে ধীরে এঁটেল মাটি দোআঁশ বুনটের দিকে পরিবর্তন হতে থাকে।
৫।উপযুক্ত পরিমাণ পানি সেচের মাধ্যমেও এঁটেল দোআঁশ মাটিতে রুপান্তর করা যায়।
বেলে মাটিকে দোআঁশ মাটিতে রুপান্তরকরণঃ
১। বেলেমাটিতে প্রচুর পরিমাণে জৈব সার যেমনঃ গোবরসার, সবুজ সার, কম্পোস্ট সার, অন্যান্য জৈব সার মিশায়ে বেলে মাটিকে দোআঁশ মাটি তে পরিবর্তণ করা যায়।
২।বেলে মাটির সাথে পর্যাপ্ত পরিমাণ এঁটেল মাটি মিশিয়েও বেলে মাটিকে দোআঁশ মাটি তে পরিবর্তণ করা যায়।
৩।জমির উপরিভাগে রোলার যন্ত্র বার বার চালানোর দ্বারা বেলে মাটি চেপে গিয়ে নিম্নস্তরের পানি উপরে ওঠে আসে ফলে ধীরে ধীরে এই প্রক্রিয়ার প্রভাবে বেলে মাটিকে দোআঁশ মাটি তে পরিবর্তণ করা যায়।
৪। জমিতে পর্যাপ্ত পুরিমাণে সেচের ব্যবস্থা করে, আইল বেঁধে পানি জমা রেখে বেলে মাটির গুনাগুন উন্নত করা যায়।
৫। বৃষ্টিরপাতের সময় পানিতে বাহিত হয়ে যে পলিমাটি গড়িয়ে আসে ঐ পলিমাটি সমৃদ্ধ পানি ক্ষেতে আটকাতে পারলে বেলে মাটি ধীরে ধীরে দোআঁশ ভাবাপন্ন হয়।
পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন