আঁশ জাতীয় ফসলের পরিচিতিঃ
মানুষের চাহিদার মধ্যে অন্নের পরেই বন্ত্রের স্থান। বস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় আঁশের অধিকাংশ আসে উদ্ভিদ থেকে। এদের মধ্যে বিশ্বে তুলা প্রথম স্থান অধিকার করে আছে। ইদানিংকালে বস্ত্র তৈরিতে ক্রিত্রিম আঁশ ব্যবহার কিছুটা সফলতা লাভ করলেও উদ্ভিদজাত আঁশের কদর এখনও যথেষ্ট। বাংলাদেশে আবাদকৃত কয়েকটি আঁশ জাতীয় ফসলের নাম হলঃ পাট, কার্পাস, শিমুল, শন পাট, মেস্তা পাট।