Development of E-Agro database for helping farmers in Bangladesh.

তারিখ 11-01-2026

আজ কৃষি ফসলের বাজার মূল্য



    ১. আলু প্রতি কেজিতে ৫০পয়সা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ১১ টাকা প্রতি কেজি


    ২.মরিচ প্রতি কেজিতে ৫ টাকা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ৮৫ টাকা প্রতি কেজি


    ৮.গম প্রতি কেজিতে ৪ টাকা
    দাম হ্রাস পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ২৫ টাকা প্রতি কেজি

মাটির প্রকারভেদ

মাটির অজৈব অংশ বিভিন্ন প্রকার কণা দ্বারা গঠিত; যথা- মোটা বালিকণা, সুক্ষকণা, পলিকণা ও কর্দমকণা। মাটির বুনটের উপর ভিত্তি করেই মাটিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে; যথা-ক) বেলে মাটি, খ)দোআঁশ মাটি,গ) এঁটেল মাটি

ক) বেলে মাটিঃ

যে মাটিতে শতকরা ৭০ ভাগ বা তার বেশি বালিকণা থাকে তাকে বেলে মাতি বলে। মতুভুমি চরাঞ্চল ও সমুদ্র উপকূলে বেলে মাটি দেখা যায়। বেলে মাটির কণা গুলো বড় বড়। এই মাটির পানি ধারণ ক্ষমতা কম। মাটির ছিদ্র বেশি হয়ার কারণে পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং অধিক পরিমাণে বায়ু চলাচল করে। এতে জৈব পদার্থ নেই।বেলে মাটি কৃষি কাজের উপযোগী নয়। বালির কণা মিহি হলে এবং মাটিতে প্রচুর গোবর, কম্পোস্ট, সবুজ সার ইত্যাদি প্রয়োগ করলে চিনা, কাউন, ফুটি, তুরমুজ, আলু এসব চাষ করা যায়।

খ) দোআঁশ মাটিঃ

যে মাটিতে বালি , পলি ও কর্দমকণা প্রায় সমান অনুপাতে বিদ্যমান থাকে তাকে দোআঁশ মাটি বলে। তবে আদর্শ দোআঁশ মাটিতে অর্ধেক বালি এবং অর্ধেক পলি ও কর্দম কণার মিশ্রণ থাকা বাঞ্চনীয়। দোআঁশ মাটিতে জৈব পদার্থের পরিমান বেশি। এই মাটির পানি ধারণ ও শোষণ ক্ষমতা উভয়ে বেশি।এই মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী। এসব কারণে প্রায় সব ধরণের ফসল্‌ই এই মাটিতে ভাল জন্মে। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের মাটিই দোআঁশ মাটি। কৃষি ক্ষেত্রে দোআঁশ মাটিকে আদর্শ মাটি বলা হয়।
       দোআঁশ মাটি কে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে; যেমন-
১. বেলে দোআঁশ মাটি     ২. পলি দোআঁশ মাটি     ৩. এঁটেল মাটি।
দোআঁশ মাটি কে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে; যেমন-
১. বেলে দোআঁশ মাটি     ২. পলি দোআঁশ মাটি     ৩. এঁটেল মাটি।

হ্যা না




পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন