Development of E-Agro database for helping farmers in Bangladesh.

তারিখ 11-01-2026

আজ কৃষি ফসলের বাজার মূল্য



    ১. আলু প্রতি কেজিতে ৫০পয়সা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ১১ টাকা প্রতি কেজি


    ২.মরিচ প্রতি কেজিতে ৫ টাকা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ৮৫ টাকা প্রতি কেজি


    ৮.গম প্রতি কেজিতে ৪ টাকা
    দাম হ্রাস পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ২৫ টাকা প্রতি কেজি

মাটির উর্বরতাঃ

সংজ্ঞাঃ

স্বাভাবিক পরিবেশে অর্থাৎ আলো, তাপ, আর্দ্রতা ও মাটির অনুকুল ভৌত অবস্থায় কোন নির্দিষ্ট ফসলকে পর্যাপ্ত পরিমাণে ও সুষম অনুপাতে পুশট উপাদানসমুহ সরবরাহ করার ক্ষমতাকে মাটির উর্বরতা বলে।

মাটির উর্বরতার উপাদানঃ-

মাটির উর্বরতার উপাদানগুলোকে দু ভাগে ভাগ করা যায়। যথা- (ক) প্রাকৃতিক উপাদান ও (খ) কৃত্রিম উপাদান। ক) প্রাকৃতিক উপাদানঃ
মাটির উর্বরতার প্রাকৃতিক উপাদান গুলো হলঃ
১।মাটির পৈত্রিক শিলাঃ
২।গাছপালা ও জলবায়ুঃ
৩। ভূমির বন্ধুরতাঃ
৪।মাটির অম্লমানঃ
৫। মাটির বয়সঃ
৬।পানিবদ্ধতাঃ
৭। ভূমিক্ষয়ঃ
৮। মাটির বুনটঃ

খ) কৃত্রিম উপাদানঃ

মাটি উর্বরতার কৃত্রিম উপাদানগুলো হলঃ
১।জমি কর্ষনঃ
২।জমির রসঃ
৩। মাটিতে জৈব পদার্থের পরিমানঃ
৪।মাটির অম্লমানঃ
৫।মাটির পুষ্টি উপাদানঃ

হ্যা না




পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন