Development of E-Agro database for helping farmers in Bangladesh.

তারিখ 11-01-2026

আজ কৃষি ফসলের বাজার মূল্য



    ১. আলু প্রতি কেজিতে ৫০পয়সা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ১১ টাকা প্রতি কেজি


    ২.মরিচ প্রতি কেজিতে ৫ টাকা
    দাম বৃদ্ধি পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ৮৫ টাকা প্রতি কেজি


    ৮.গম প্রতি কেজিতে ৪ টাকা
    দাম হ্রাস পেয়ে মূল্য দাঁড়িয়েছে
    ২৫ টাকা প্রতি কেজি

নার্সারি স্থাপন পরিকল্পনাঃ
চারা উৎপাদনের জন্য নার্সারি একান্ত প্রয়োজন। আর নার্সারি স্থাপনের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন। নার্সারি স্থাপন পরিকল্পনাকালে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে হবে।
১। স্থান নির্বাচন।
২।জায়গার পরিমাণ নির্ধারণ।
৩।ভূমি উন্নয়ন ও বেড়া নির্মাণ।
৪। সজ্জিতকরণ।

স্থান নির্বাচনঃ

১। যেখানে বৃষ্টির পানি জমে না ও বর্ষাকালেপানি ওঠে না।
২।পানি নিষ্কাশন ব্যবস্থা ভাল।
৩। প্রচুর আলো বাতাস আছে।
৪।সেচের পানির ব্যবস্থা আছে যাতে সহজে পানি সেচের ব্যবস্থা করা যায়।
৫।মাটিউর্বরওদোআঁশ।
জায়গার পরিমাণ নির্ধারণঃ
বছরে কি ধরনের কত চারা উৎপাদন করা হবে তার উপর নার্সারির জায়গার পরিমাণ নির্ভর করে।
চারার সংখ্যাঃ
পলি ব্যাগের আকার প্রতি বর্গমিটারে চারার সংখ্যা
১৫সে.মি.*৯সে.মি.                   ২২৫
২৫সে.মি.*১৫সে.মি.                ১০০
৩০সে.মি.*২৫সে.মি.                ৩৬
স্ট্যাম্পের সংখ্যাঃ

চারা থেকে চারার দুরুত্ব            প্রতি বর্গমিটারে স্ট্যাম্পের সংখ্যা
৪সে.মি.*৪সে.মি.               ৬২৫
৫সে.মি.*৫সে.মি.               ৪০০
১০সে.মি.*৫সে.মি.              ২০০
১০সে.মি.*১০সে.মি.             ১০০

নার্সারিতে রাস্তা ও নর্দমার জন্য চারা উত্তোলনের সমপরিমাণ জায়গা দরকার। ঘর দরজা ইত্যাদির জন্য মোট জায়গার শতকরা ১০ ভাগ অতিরিক্ত জায়গার সংস্থাপন রাখতে হবে।
ভূমি উন্নয়ন ও বেড়া নির্মাণঃ
                       নার্সারির জন্য মনোনীত জায়গার আগাছা পরিষ্কার করতে হবে। গাছের মোথা বা ফড় পাথর ইত্যাদি থকলে তা সরিয়ে ফেলতে হবে। জায়গার উচুনিচু মাটি সমান করতে হবে। প্রয়োজনে মাটি ভরাট করে জায়গা সমান করতে হবে। তবে পাহাড়ি এলাকায় ধাপ তৈরি করে নার্সারি বেড স্থাপন করতে হবে।
সজ্জিতকরণঃ
                    নার্সারি স্থাপনের সবচেয়ে গুরুত্ব পূর্ণ কাজ সজ্জা পরিকল্পনা প্রণয়ন। এতে নার্সারির বেডের বিন্যাস , রাস্তা, নর্দমা, গৃহাদি, ভৌত কাঠামোগত সুবিধাদির অবস্থান ও বিন্যাস করতে হবে, কোথায় কী চারা উতপাদঙ্করা হবে ইত্যাদি যাবতীয় কিছু এই পরিকল্পনায় উল্লেখ থাকবে। নার্সারির জায়গা চারার ধরন অনুযায়ী কয়েকটি ব্লকে ভাগ করে নিতে হবে। নার্সারির অন্যান্য প্রয়োজনীয় কাগের জায়গারও সংস্থান রাখতে হবে। নার্সারি বেড সাধারণত ১২ মিটার * দেড় মিটার মাপের হয়। তবে প্রয়োজনে এবং জায়গার অনুপাতে দৈর্ঘ্য কিছুটা কম বেশি করা যেতে পারে। দুই বেডের মাঝে ৪৫-৫০ সেমি জায়গা রাখতে হবে। প্রধান পরিদর্শন পথ সাধারনত ৩-৪ মিটার এবং পাশের পরিদর্শন পথসাধারণত ৩-৪ মিটার হবে। নার্সারির পানি নিষ্কাশনের জন্য একটি প্রধান নর্দমা থাকবে । পাশের নর্দমাগুলো প্রধান নর্দমার সাথে সংযুক্ত থাকরে। পাশের নর্দমাগুলো পরিদর্শন পথের উভয় পার্শে হবে। নার্সারিতে পানি সরবরাহের জন্য পুকুর খনন, নলকূপ স্থাপন বা কুয়া খনন এবং সেচ নালা তৈরি করতে হবে।

হ্যা না




পূর্ববর্তী ভোটের ফলাফল দেখুন