চারা শনাক্তকরণঃ
               বীজ তলায় চারা বেশ যত্ন ও পরিচর্যার মধ্য দিয়ে বেড়ে উঠে । তাই চারা রোপণের পর ন্তুন পরিবেশের সাথে খাপ খেতে না পারলে চারা মরে যেতে পারে ও চারার বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাই রোপনের মাস খানেক আগে থেকেই নার্সারইতে চারা যাতে কিছুটা শক্ত এবং কষ্টসহিনষু হতে পারে সে ব্যবস্থা করতে হয়। একে শক্তকরণ বলে।
নিম্ন লিখিত উপায়ে চারা শক্ত করা যায়ঃ
১। পলিব্যাগ স্থানান্তর করে ছায়ায় ৪/৫ দিন রেখে দিতে হবে।
২। পরে নার্সারির চারার উপর থেকে ক্রমান্নয়ে আচ্ছাদন সরিয়ে প্রথম দিনে কম রোদ ও পরে পূর্ণ দিনের রোদে রাখতে হবে।
৩। চারার উচ্চতা অনুযায়ী চারাকে বিন্যাস করে সাজাতে হবে।
৪।পলিব্যাগের বাইরের শিকড় ছাঁটাই করতে হবে।